info@morichawelfare.com +8801733780487
draftconstitute

একটি খছড়া সংবিধান উপস্হাপন

Event Date : 2018-08-23

আসসালামুআলাইকুম।
মরিচা....ট্রাস্টের সাথে জড়িত সকলকে সালাম ও শুভেচ্ছা।আশা করি সবাই ভাল আছেন।
আলহামদুলিল্লাহ আজ সকাল ৯.৪৫টার সময় ট্রাস্টের আহবায়ক কমিটির এক সভা ট্রাস্টের আহবায়ক মাওঃ হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আব্দুল হকের পরিচালনায় ট্রাস্টের স্বপ্ন দ্রষ্টা কামরানের বাড়িতে অনুস্টিত হয়,
   সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন শিহাব উদ্দীন।
   আজকের সভার সিদ্ধান্ত সমুহ :-
    ১/ সভায় বিগত দিনগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়,এবং যে সকল ভুল ত্রুটি হয়েছে তাহার পুনরাবৃত্তি যাহাতে না ঘটে সে বিষয়ে সবাইকে অনুরোধ করা হয়।
   ২/ সভায় মোঃ জাকির হোসাইন এবং মোঃ আব্দুল হকের সমন্ময়ে গঠিত সংবিধান প্রনয়ন কমিটি একটি খছড়া সংবিধান উপস্হাপন করেন।
    এই খছড়া সংবিধানকে কম্পিউটার কম্পোজ করে সকলে দেখার ও মতামত প্রদানের জন্য গ্রুপে দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে খছড়া কপি গ্রুপে দেওয়া হবে।
   ৩/ পরবর্তি মিটিংয়ের পূর্ব পর্যন্ত সদস্য ফরম পূরনের মাধ্যমে ট্রাস্টে সদস্য সংগ্রহ করা হবে।এবং পরবর্তি মিটিংয়ে কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহনকরা হয়।
   ৪/ কার্যকরী পরিষদ গঠনের পর ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
    উক্ত সভায় উপস্হিত ছিলেন ট্রাস্টের যুগ্ন আহবায়ক জাকির হোসাইন,শামীম আহমদ,নোমান আহমদ।
ট্রাস্টের সদস্য শিহাব উদ্দিন,অরুন দাস রাজু।
ট্রাস্টের স্বপ্ন দ্রষ্টা কামরান আহমদ
  আরো উপস্হিত ছিলেন আব্দুল মুকিত,কয়েছ আহমদ, বুরহান উদ্দিন,আব্দুস সোবহান,আদনান আহমদ,আব্দুল করিম প্রমুখ।
সভাশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
         মোঃ আব্দুল হক।

Events

একটি খছড়া সংবিধান উপস্হাপন
Launched New Website

Launched New Website

Text of New..

Potholes Repair Project

Potholes Repair Project

Since the Birth of Moricha Welfare Trust, the Trust has work on many..

Food Distribution in Surrounding Villages of Moricha

Food Distribution in Surrounding Villages of Moricha

Moricha Welfare Trust was established with big a motive to help the..

Food Distribution in Moricha

Food Distribution in Moricha

On 25th of May 2018 at 2:00pm Moricha Welfare Trust successfully delivered its..